Mukti Juddho Wiki
Register
Advertisement

দূরবর্তী কারণ[]

"মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধা তথা জাতির বীর সন্তানেরা কোন পরিবার বা গোষ্ঠীর নয় তারা পুরো বাঙ্গালী জাতির  অহংকার । "

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশ ভেঙ্গে পাকিস্তান ও ভারত সৃষ্টির পর থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক কারণগুলো সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এই কারণগুলোকে দূরবর্তী কারণ বলা যায়।

  • এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ভাষা

, সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও ভৌগলিক অবস্থানের সকল বিরুদ্ধতাকে উপেক্ষা করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা। প্রকৃতই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্ম ব্যাতীত অন্য কোন মিল ছিলনা। আর দেশ দুইটিও ছিল অনেক দূরে দূরে। এহেন অবস্থায়ে এদে খান হোচ্ছে কুত্তা

  1. জুএই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ভাষা আন্দোলন

পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই জীবনের সর্বক্ষেত্রে বাঙালীরা উপেক্ষিত, বঞ্চিত ও শোষিত হতে শুরু করে। ফলশ্রুতিতে বাঙালীদের মধ্যে দানা বেঁধে উঠে বেশ কিছু আন্দোলন: রাষ্ট্রভাষা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, জনসংখ্যাভিত্তিক আইন পরিষদ গঠনের দাবীতে আন্দোলন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের দাবীতে সংগ্রাম।মূলত ভাষা আন্দোলনের প্রভাবই ছিল মুখ্য যার ফলশ্রুতিতে স্বায়ত্তশাসনের আন্দোলন দীর্ঘমেয়াদী সংগ্রামে রুপলাভ করে।

স্বায়ত্তশাসন লাভের প্রচেষ্টা[]

পূর্ণ স্বায়ত্তশাসনের পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের প্রথম সুস্পষ্ট মত প্রকাশিত হয় ১৯৫৪ খ্রিস্টাব্দে সংঘটিত প্রাদেশিক সাধারণ নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে বিরোধীদলীয় যুক্তফ্রন্ট একুশ দফা দাবী পেশ করে যাতে স্পষ্ট বলা ছিল যে, দেশরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যতীত সকল বিষয় প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত করতে হবে। যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হলেও পাকিস্তান সরকার তা ভেঙ্গে দেয়। এর পর শুরু হয় স্বায়ত্তশাসনকামী দলগুলোর মধ্যে বিভেদের ইতিহাস।

প্রত্যক্ষ কারণসমূহ[]

রাজনৈতিক কারণ[]

সাংস্কৃতিক কারণ[]

সামাজিক কারণ[]

অর্থনৈতিক কারণ[]

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য

Advertisement