Mukti Juddho Wiki
Register
Advertisement

"মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধা তথা জাতির বীর সন্তানেরা কোন পরিবার বা গোষ্ঠীর নয় তারা পুরো বাঙ্গালী জাতির  অহংকার । "

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল নাগরার অধীনস্থ সেনা এবং কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি মিরপুর ব্রিজে উপস্থিত হন, এবং সেখান থেকে নাগরা নিয়াজীকে আত্মসমর্পণের আহ্বান জানান। নিয়াজীর আত্মসমর্পণের ইচ্ছা ব্যক্ত হবার পর সকাল ১০:৪০ সময়ে মিত্রশক্তি ঢাকা শহরে প্রবেশ করে।

পাকিস্তানীদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের ব্যবস্থা চূড়ান্ত করার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চীফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব মধ্যাহ্নে ঢাকা শহরে পৌঁছান। বিকেল চারটার আগেই বাংলাদেশ নিয়মিত বাহিনীর দুটি ইউনিট সহ মোট চার ব্যাটেলিয়ন সেনা কয়েক সহস্র মুক্তিযোদ্ধাসহ ঢাকা প্রবেশ করে।

এ সময় ঢাকার জনবিরল পথ জয় বাংলা মুখরিত মানুষের ভিড়ে উপচে পড়ে।

বিকেল ০৪:০০ সময়ে ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত-বাংলাদেশ যুগ্ম কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, বাংলাদেশ মুক্তিবাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খোন্দকার* এবং ভারতের অপরাপর সশস্ত্রবাহিনীর প্রতিনিধিগণ ঢাকা অবতরণ করেন। এর আধ ঘন্টা পর বিশাল হর্ষোৎফুল্ল জনতার উপস্থিতিতে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানী সমরাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী বাংলাদেশে অবস্থিত সকল পাকিস্তানী বাহিনীর পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।

সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দক্ষিণতম প্রান্তে প্রবেশ করে। কিন্তু বাংলাদেশ তখন পাকিস্তানের দখল থেকে মুক্ত।


উল্লেখ্য যে বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্ণেল ওসমানী বিভিন্ন সমরাঙ্গণ সফর করার উদ্দেশ্যে ১১ই ডিসেম্বর থেকে কলকাতায় অনুপস্থিত ছিলেন বলে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বস্তুত ১৬ই ডিসেম্বর সিলেটে তাঁর হেলিকপ্টার ভূপাতিত হয় এবং তিনি ও তাঁর সহযাত্রীগণ অল্পের জন্য রক্ষা পান।


১৬ ডিসেম্বর, ১৯৭১ এ পাকিস্তানী হানাদার বাহিনীর মোট ৯১,৫৪৯ জন সদস্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

নিয়মিত সামরিক বাহিনী

  1. অফিসার ১,৬০৬ জন
  2. জেসিও ২,৩৪৫ জন
  3. সেনা ৬৪,১০৯ জন
  4. অসেনা ১,০২২ জন

নৌবাহিনী

  1. অফিসার ৯১ জন
  2. পেটি অফিসার ৩০ জন
  3. নৌসেনা ১,২৯২ জন

বিমানবাহিনী

  1. অফিসার ৬১ জন
  2. ওয়ারেন্ট অফিসার ৩১ জন
  3. বায়ুসেনা ১,০৪৯ জন

আধাসামরিকবাহিনী

  1. অফিসার ৭৯ জন
  2. জেসিও ৪৪৮ জন
  3. সেনা ১১,৬৬৫ জন

অন্যান্য

সশস্ত্র পুলিশ, বেসামরিক অফিসার ও ব্যক্তিবর্গ ৭,৭২১ জন


সূত্র[]

  1. মূলধারা '৭১, মঈদুল হাসান। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক প্রকাশিত, দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ অক্টোবর ১৯৯৫।
  1. দি লিবারেশন অব বাংলাদেশ, মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।
Advertisement